চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন ১৪৩ কি.মি. ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা রুখতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন (বিজিবি) ১৪৩ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। তবে এ সতর্কাবস্থাকে রেড এলার্ট বলতে নারাজ চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান।

তিনি জানান, বিএসএফ’র সাথে গত কয়েকদিনে বেশ কয়েকবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় ছিলো আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী পরস্পরকে সহায়তা করবে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলার মহেশপুরের ৬০ নং আন্তর্জাতিক সীমানা পিলার থেকে মেহেরপুর জেলার গাংনীর ১০৯ নং পিলার পর্যন্ত (মোট ১৪৩ কি.মি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। তবে গতকাল শুক্রবার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী চলাচল স্বাভাবিক ছিলো।