চুয়াডাঙ্গা হাতিকাটার ট্রান্সপোর্টকর্মী বৃদ্ধ নজির নিহত

অটোবাইকে বাতি ছিলো না : বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ

 

স্টাফ রিপোর্টার: অটোবাইকের ধাক্কার শিকার হাতিকাটার বৃদ্ধ নজির মণ্ডল মারা গেছেন। গত রোববার রাতে হাতিকাটায় ফেরার সময় অটোবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। গতকাল ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। নজির মণ্ডল চুয়াডাঙ্গা সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী ছিলেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা খেয়াঘাট পাড়ার মৃত তুষ্ট মণ্ডলের ছেলে নজির মণ্ডল (৬০) চুয়াডাঙ্গা সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী। তিনি গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ট্রান্সপোর্টে কাজ সেরে চুয়াডাঙ্গা শহর থেকে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা আপন অটো মিলের কাছে একটি বাতিবিহীন অটোবাইকের সাথে বাইসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। এতে নজির মণ্ডল মাথায় প্রচণ্ড আঘাত পান। তার কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর ৪টার দিকে নজির মণ্ডল মারা যান। গতকালই বাদজোহর তার লাশ হাতিকাটায় দাফন সম্পন্ন হয়।