চুয়াডাঙ্গা স্মাট হোসিয়ারির সেলস ম্যান মেহেরপুরের লোকাল বাসে অজ্ঞান!

 

 

ট্যাবলেট খাওয়ায়ে টাকা নিয়ে প্রতারক চম্পট?

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বাসুদেব (২৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ প্রায় ২৫ হাজার টাকা হারিয়েছেন। গতকাল রোববার বিকেলে মেহেরপুরে টাকা আদায় করে লোকাল বাসযোগে গাংনীর উদ্দেশে রওনা হয়ে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

বাসু দেব দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বুদো ঘোষের ছেলে। তিনি স্মার্ট হোসেয়ারি অ্যান্ড গার্মেন্টেসের সেলসম্যান পদে চাকরি করে। স্মার্ট হোসেয়ারির টাকা আদায়ের জন্যই গতকাল মেহেরপুরে যায়। ২০-২৫ হাজার টাকা কালেকশন করে। এ তথ্য দিয়ে বাসু দেব ঘুমের ঘোর ঘোর গলায় বলেছে, বাসে এক মুরুব্বি শক্তিবর্ধক আয়রন ট্যাবলেট বলে একটি করে পাশাপাশি বসে থাকা দু যাত্রীর হাতে দেন। দুজনই তা খেয়ে নিই। এরপর আর কিছু জানি না। পরে দেখি আমি গাংনী বাসস্ট্যান্ডে। টাকাগুলো অজ্ঞান পার্টির সদস্যরা হাতিয়ে নিলেও মোবাইলফোনটি নেয়নি। মোবাইলফোনেই বাড়িতে খবর দেয় স্থানীয়রা। পরিবারের সদস্যরা ছুটে যান। গাংনী থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়েছে।