চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইবুন্যাল-৪ আদালতের রায় : ফেনসিডিল রাখার দায়ে মুক্তারের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ঝাঝাডাঙ্গার মুক্তার হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইবুন্যাল-৪ আদালতের বিচারক ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ২২ অক্টোবর দামুড়হুদা থানা এসআই নিয়াজ মোর্শেদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মোক্তার হোসেনের বাড়ির ধানের গোলা থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ মামলাসহ মুক্তার হোসেনকে আদালতে সোপর্দ করে। চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইবুন্যাল-৪ আদালতে বিচারাধীন মামলা রায় গতকাল রোববার ঘোষণা করা হয়। আসামির উপস্থিতিতে তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫(বি) ২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া মুক্তার হোসেনকে এক বছরের কারা দণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।