চুয়াডাঙ্গা স্টেশনের অদূরে গমপট্টির পাশেই একদল যুবকের হামলা : ছুরিকাঘাতে জখম যুবককে নিতে হলো রাজশাহী

 

স্টাফ রিপোর্টার: সন্ধ্যারাতে ছুরিকাঘাতে গুরুতর জখম চুয়াডাঙ্গা রেলপাড়ার খাইরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গতরাত ৮টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরবতী গমপট্টির বটতলায় তাকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করা হয়।

ছুরিকাঘাতে রক্তাক্ত জখম খাইরুল ইসলাম (২০) ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, আমি আমার কাজে মাছপট্টির দিকে যাচ্ছিলাম। এমন সময় হকপাড়ার জিম, মল্লিকাড়ার শিমুল ও বেলগাছির কাজলসহ বেশ ক’জন আমার ওপর হামলা চালায়। মাথায় চাকু মারে। দ্রুত মাথা সরিয়ে নিলেও কানের পেছনে চাকুতে কেটে যায়। পালানোর চেষ্টা করলে ওরা মাজায় চাকু মারে। রক্তে ভেসে যায় ঘটনাস্থল। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পৌঁছায়। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, সেলাইসহ প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা বেশ গুরুতর। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কেন ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে? এ প্রশ্নের স্পষ্ট জবাব খাইরুল দেয়নি। ঘটনার আড়ালে অন্য ঘটনা লুকিয়ে থাকতে পারে। হামলার ধরন দেখে প্রত্যক্ষদর্শীদের অনেকেই এ মন্তব্য করেছে।