চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

সুস্থ দেহে পূর্বশর্ত হলো খেলাধুলা ও সংস্কৃতি চর্চা

 

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। বেলা ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মেধা সম্পন্ন তরুণীরা আগামী দিনের জাতির ভবিষ্যত। মেধার ভিত্তিতে প্রতিবছর ঐতিহ্যবাহী এ কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। শুধু মেধা থাকলেই হবে না, সুস্থও থাকতে হবে। কারণ সুস্থ দেহে সুস্থ মনের পূর্বশর্ত হলো নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা। এ কলেজের শুধু লেখাপড়া নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাও হয়ে থাকে। তাই আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাই আপনারা সন্তানদের মাঠে পাঠান।

উদ্বোধনের পর থেকে শুরু হয় কলেজের ছাত্রীদের নিয়ে ১০টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি চলে প্রতিযোগিতা। বেলা ১২টায় শুরু হয় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, উপাধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।