চুয়াডাঙ্গা সরকারি বিদ্যালয়ের টিফিন নিম্নমানের

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন দেয়া হয় নিম্নমানের। পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত টিফিন খেয়ে প্রায়ই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। কেউ কেউ পেটের পীড়ায় ভুগছে। ছাত্রীরা অভিযোগ করলেও তেমন আমল দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। গত রোববার বিদ্যালয়ের আড়াই সহাস্রাধিক ছাত্রীকে টিফিন হিসেবে প্যাটিস দেয়া হয়। ছোট ছাত্রীরা প্যাটিস খাওয়ার পর নানা সমস্যায় ভুগতে থাকে। কারো কারো পেটে কামড় ধরে। কাউকে কাউকে বাথরুমে যেতে হয়। ৯ম ও ১০ম শ্রেণির ছাত্রীদেরকে ওই পাটিস দেয়া হলে তারা কেউ কেউ খাওয়ার পর অন্যরা ফেরত দেয়। তারা জানায় প্যাটিস পচা। এ বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম আফরোজা স্বীকার করে বলেন, ওই দিনের সবজি প্যাটিস খেয়ে সন্ধ্যায় আমিও অসুস্থ হয়ে পড়ি।