চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে পাখির বাসায় আগুন ॥ সতর্ক সঙ্কেত?

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের প্রধান গেটের অদূরে হৃদয় গার্মেন্টেসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুনে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনই পরিস্থিতি মোকাবেলায় ন্যূনতম প্রস্তুতি না থাকার বিষয়টিও ফুটে উঠেছে। তবে আগুনে পাখির বাসা পুড়ে ভস্মীভূত হলেও ব্যবসায়ীদের তেমন ক্ষতি হয়নি। গতকাল সন্ধ্যার পর বৈদ্যুতিক শটসার্কিট হয়ে পাখির বাসায় আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। লাল গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির রিজার্ভ পানি প্রয়োগে দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তা ছড়িয়ে পড়লে পানি পেতো কোথায়? তাছাড়া মার্কেটের প্রধান গেটের সামনে আগুন না হয়ে যদি ভেতরে হতো? ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গড়ি সেখানে পৌঁছুনোর পথও নেই। গতকাল বৈদ্যুতিক খুঁটিতে পাখির বাসায় শটসার্কিটে আগুন লাগলে ব্যবসায়ীদের মধ্যেই এসব বিষয় আলোচনায় উঠে আসে। তারা বলেন, রিকশাসহ বড় গাড়ি প্রবেশ ঠেকাতে প্রধান গেটে লোহার তিনটি খুঁটি পোতা। জরুরি প্রয়োজনেও ফায়ার স্টেশনের গাড়ি সেটা টপকে ভেতরে যেতে পারবে না। অপরদিকে ইমার্জেন্সি সড়কে যে দরজা রয়েছে তা দিয়েও গাড়ি প্রবেশ প্রায় অসম্ভব। ফলে প্রধান গেটের খুঁটি জরুরি প্রয়োজনে দ্রুত অপসারণের মতো ব্যবস্থা করার গুরুত্ব বেড়েছে। একই সাথে গুরুত্ব বেড়েছে মার্কেটে পানি সংরক্ষণের। পাখির বাসার আগুন সেই তাগিদই কি দিয়ে গেলো?