চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অক্সিজেনের দুটি সিলিন্ডার উধাও?

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অক্সিজেনের দুটি সিলিন্ডার উধাও হয়ে গেছে। কবে কখন কীভাবে তা উধাও হয় তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। গতকাল খোঁজ করতে গিয়ে সংশ্লিষ্টরা দুটি সিলিন্ডারের হাদিস না পেলে রোজার মধ্যে চুরির মুখে উদ্ধার হওয়া সিলিন্ডারের বিষয়টি আলোচনায় উঠে আসে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেল মেডিসিন ও ফিমেল মেডিসিন ওয়ার্ডে দুটি সিলিন্ডার ছিলো। খানেকটা হঠাত করেই তার হদিস মিলছে না। গতকাল বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি শুরু করেন। জানাজানি হয়। এ সময় কয়েকজন বলেন, হাসপাতালের দালালচক্রের দু সদস্য গত রোজার মধ্যে একটি সিলিন্ডার চুরি করে বাইরে নিচ্ছিলো। বাধার মুখে তা আবারও হাসপাতালের ওয়ার্ডে নেয়া হয়। দুটি সিলিন্ডারের হদিস না মিললে সেই দালালদের নামধামই উঠে আসে আলোচনায়।

অক্সিজেন সিলিন্ডারের হাদিস না মেলার বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে, সিলিন্ডার যাদের দায়িত্বে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।