চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৪ শয্যা নিয়ে চোখের নতুন ওয়ার্ড উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চার শয্যা বিশিষ্ট চক্ষু বিভাগের একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সদর হাসপাতাল মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন সাইটসেভার্সের আর্থিক সহযোগিতায় বিভাগটি চালু করা হয়েছে। সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. উৎপল সেন, শিশু অন্ধত্ব প্রকল্পের কোঅর্ডিনেটর গোলাম জাকারিয়া, সাইটসেভার্সের সিনিয়র প্রেগ্রাম অফিসার রফিকুল ইসলাম, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা মাসুদ রানা, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রওশন আরা, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ এমবি আজম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ডা. শফিউল কবীর জিপুসহ সদর হাসপাতালের চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন।

সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমন জানান, সাইটসেভার্সের সহযোগিতায় বহির্বিভাগ ও অপারেশনের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত পরীক্ষামূলকভাবে ৫২ জন রোগীর চোখের অপারেশন করা হয়েছে।