চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিউলীর বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিউলী খাতুনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তিনি রোগীর ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা সেবা না দিয়ে চেম্বারে ঘুমিয়ে ছিলেন বলে রোগী বুলবুলি রহমানের স্বামী মফিজুর রহমান মাফুজ অভিযোগ করেছেন।

চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের মৃত আবু বক্কর মোল্লার ছেলে মফিজুর রহমান মাফুজ লিখিতভাবে অভিযোগ করে জানান, তিনি গত ১৭ অক্টোবর রাত ১২টার দিকে তার স্ত্রী বুলবুলি রহমানকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করেন। কর্তব্যরত ডা. নাজমুল হুসাইন ব্যবস্থাপত্র দেন। সেই অনুযায়ী তাকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এসময় ওই ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শিউলী খাতুন ডিউটি রুমে ঘুমিয়ে ছিলেন। তাকে ডাকা হলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং ঘুম ভাঙানোর জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি রোগীকে সেবা না দিয়ে বলেন আমি ঘুমিয়ে থাকবো আপনি যা পারেন তাই করেন গে। এ ব্যাপারে সিভিল সার্জনের কাছে অভিযোগ করতে চাইলে তিনি দম্ভভরে বলেন সিভিল সার্জন আমাকে কী করবেন?