চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাধুনি সুফিয়ার মাছ চুরি হাতেনাতে ধরলেন আরএমও ডা. মাসুদ রানা

স্টাফ রিপোর্টার: এবার সদর হাসপাতালের রাধুনি সুফিয়াকে হাতেনাতে পাকড়াও করেছেন আরএমও ডা. মাসুদ রানা। হাসপাতালের রোগীদের মাছ চুরি করে পালানোর সময় তিনি হাতেনাতে ধরা পড়েন। নজরদারি করতে করতে আরএমও ডা. মাসুদ রানা গতকাল দুপুরে মাছ চুরি ধরে ফেলেন।

দৈনিক মাথাভাঙ্গায় সম্প্রতি হাসপাতালের রোগীদের খাবার চুরি নিয়ে কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়। এরপরও বেপরোয়া সুফিয়া খাতুন থামেননি। রোগীদের খাবার চুরি অব্যাহত রয়েছে। সূত্র জানায়, সকালের দিকে এক ভ্যানচালকের মাধ্যমে রান্নাঘর থেকে কিছু চাল, ডাল, তেল ও মসলাপাতি কৌশলে পাচার করেন রাধুনি সুফিয়া বেগম। এরপর দুপুরে রান্নাঘর এলাকায় নজরদারি করতে থাকেন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা। সুফিয়া যখন রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে যান। ডা. মাসুদ রানার সন্দেহ হয়। তিনি জিজ্ঞেস করেন শাড়ির আঁচল দিয়ে ঢাকা ওগুলো কী নিয়ে যাচ্ছো? পরে দেখা যায় সুফিয়ার আঁচলের নিচে ঢাকা ছিলো পলিথিন দিয়ে মোড়ানো হাফ কেজি কাঁচা মাছ। এই মাছ জব্দ করার পর ডা. মাসুদ রানা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামকে জানান। বিষয়টি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকেও জানানো হয় বলে সিভিল সার্জন জানান। এ বিষয়ে সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে জানান- ইতঃপূর্বেও সুফিয়াকে সতর্ক করে দেয়া হয়। কিন্তু সুফিয়া খাতুন তার এই চুরি চালিয়ে যাচ্ছিলো।