চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রোগীর অবস্থা গুরুতর হলেও দ্রুত চিকিৎসক ডেকে পাওয়া কঠিন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসককে ডেকেও সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে রোগী ঝন্টুর অবস্থা গুরুতর হয়ে পড়লে সেবিকা অক্সিজেন দেন। হাসপাতালে কনসালটেন্ট উপস্থিত না থাকায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকে জানানো হয়। দীর্ঘসময় ধরে তাকে ডেকে রোগীর নিকট নেয়া হলেও তিনি কর্তব্যরত সেবিকার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেছেন রোগী ঝন্টুর ভাবি আখলিমা বেগম। তিনি বলেছেন, সেবিকা মমতাজ অক্সিজেন দিয়েছেন বলে চিকিৎসক বকাঝকা করেন। পরে আবার ওই চিকিৎসক অক্সিজেন দেয়ারই পরামর্শ দেন। অথচ তিনিই রোগীকে দেখতে দীর্ঘসময় গড়িমসি করেন।