চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় উঠতি বয়সী মুখোশধারী একদল যুবকের রহস্যজনক ঘোরাফেরা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ পার্শ্ববর্তী এলাকায় পরশু গভীররাতে মুখোশধারী একদল যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছে। রাত আনুমানিক আড়াইটার দিকে সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আবুল হোসেনের বাসার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে নৈশপ্রহরীকে বৈদ্যুতিক বাতি বন্ধ করতে বাধ্য করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় উঠতি বয়সী একদল যুবক মাঝে মাঝেই ছোটখাটো ছিনতাই করে। বেশ কিছু ব্যক্তির নিকট চাঁদাও দাবি করেছে এরা। গতপরশু রাতে ৬/৭ জনের একদল উঠতি বয়সী যুবক মুখোশ পরে হাসপাতাল এলাকার সড়কে ঘুরতে থাকে। ডা. আবুল হোসেনের বাসার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান নেয়। নৈশপ্রহরীকে বৈদ্যুতিক বাতি বন্ধ করতে বাধ্য করানোর সময় তারা বলে, চুপ চাপ থাক। আমরা একটি মিশনে আছি। কথা বললে খবর আছে। কিছুক্ষণ পর মুখোশধারীরা সেখান থেকে হাসপাতালের সামনের সাইকেল স্ট্যান্ডের নৈশপ্রহরীর সামনে পড়ে। তাকেও হুমকি ধামকি দিয়ে থামিয়ে তারা এলাকা ত্যাগ করে।