চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান

 

 

মদ বিক্রেতা দুজন গ্রেফতার : মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার খোকন (৪৮) ও হকপাড়ার গেদাকে (৩৫) বাংলা মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা স্টেশন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১০ লিটার বাংলা মদ।

চুয়াডাঙ্গার বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে মদ বিক্রি ও মদের আখড়া বসানো হয়। হরিজন সম্প্রদায়ের কয়েকজন তাদের বাড়িতে গভীররাত পর্যন্ত মদের আসর বসায়। চুয়াডাঙ্গা স্টেশনের গমপট্টির অদূরবতী স্থানে, স্টেশন এলাকাসহ বড়বাজার ব্রিজের নিচে সদর থানার অদূরে দেদারছে মদ বিক্রি করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নতুন করে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যার পর সদর থানার এসআই আমির আব্বাস, এসআই তকিবুর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান শুরু করে। স্টেশন এলাকা থেকে ফার্মপাড়ার আব্দুল বারেকের ছেলে খোকন ও হকপাড়ার আজগার আলীর ছেলে গেদাকে মদসহ গ্রেফতার করা হয়। এদেরকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।