চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে নিরাপত্তা বাহিনীর সহায়তায় আট ম্যাজিস্ট্রেট নিয়োগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর (পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর) সদস্যদের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘন সংক্রান্ত মোবাইলকোর্ট পরিচালনায় ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- সহকারী কমিশনার রেজা হাসান, সরকার অসীম কুমার ও ফারজানা খানম। আলমডাঙ্গা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- সহকারী কমিশনার আনোয়ার সাদাত, রুহুল আমীন ও মুনিবুর রহমান।

এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব আলী ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ বাহিনীর অসংখ্য মোবাইল টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।