চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মী সভায় হুইপ ছেলুন

 

আগাম নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠমাঠে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা নির্বাচন উপলক্ষে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ১০ম জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ৭১’র পরাজিত শক্তি তত্ত্বাবধায়ক সরকারের দাবির আড়ালে যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং দেশকে বিশ্বদরবারে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে বানানোর জন্য একের পর এক ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কাছে আবারও পরাজিত হয়েছে। তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতি সজাগ থাকতে হবে। তাছাড়া আগামী ৩১মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসকে উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুল হক হযরত ও জেলা মহিলালীগের সভানেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান কহিনুর বেগমকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, জেলা মহিলালীগের সভাপতি ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান হযরত, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, তিতুদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন টাইগার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, মিজানুর রহমান টিপু, পদ্মবিলার সভাপতি বজলুর রহমান, বেগমপুর সভাপতি হামিদুল্লাহ ও আলুকদিয়া সভাপতি আনোয়ার হোসেন।