চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র-বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন বিভক্ত হয়ে হচ্ছে ছয়টি : গেজেট প্রকাশের অপেক্ষা

বেগমপুর প্রতিনিধি: ভৌগলিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র, বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন তিনটি বিভক্ত করে আরও তিনটি নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হতে যাচ্ছে। নতুন তিনটি ইউনিয়নের নাম হচ্ছে মাখালডাঙ্গা, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন। সূত্র বলেছে, বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে। এখন শুধু গেজেট আকারে প্রকাশ পাওয়ার অপেক্ষায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বৃহত্তর এলাকা নিয়ে শঙ্করচন্দ্র, বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন গঠিত। এ তিনটি ইউনিয়নকে বিভক্ত করে আরও তিনটি ইউনিয়ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকাবাসী দীর্ঘদিন থেকে জোর দাবি জানিয়ে আসছিলো। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকৌশল অফিসের সহযোগিতায় জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রেরিত পত্র প্রাপ্তির পর স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ৬৮৬ নং পত্রের নির্দেশক্রমে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০১০ এর ১১ ধারা মোতাবেক জেলা প্রশাসকের ওপর অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন গত ২৪ জুন ২০১৫ শঙ্করচন্দ্র ইউনিয়নকে বিভক্ত করে মাখালডাঙ্গা ইউনিয়ন, বেগমপুর ইউনিয়নকে বিভক্ত করে নেহালপুর ইউনিয়ন ও তিতুদহ ইউনিয়নকে বিভক্ত করে গড়াইটুপি ইউনিয়ন নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন ও শঙ্করচন্দ্র, বেগমপুর ও তিতুদহ ইউনিয়নকে পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুলিপি প্রেরণ করেন। এখন গেজেট আকারে প্রকাশ পাওয়ার অপেক্ষা মাত্র। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজজ্জামান বলেন, জনগণের সেবার মান বাড়াতে ইউনিয়নবাসীর দাবির কারণে এটা হয়েছে। তবে গেজেট আকারে প্রকাশ পেতে কিছুটা সময় লাগবে।