চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের উদ্যোগে হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা

মেহেরপুর ইউনিটের সাধারণ সভা

 

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ইউনিট চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথি ছেলুন জোয়ার্দ্দার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। অপরদিকে রেডক্রিসেন্ট মেহেরপুর ইউনিটেরও সাধারণসভা গতকাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

চুয়াডাঙ্গায় সংবর্ধিত তথা অনুষ্ঠানের প্রধান অতিথি রেডক্রিসেন্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এর গতি আরো বৃদ্ধির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন অ্যাড. শামসুজ্জোহা ও অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউনিট সেক্রটারি ফজলুর রহমান ও ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ পিপি অ্যাড. শামসুজ্জোহা।

পরে ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে ৪২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেক্রেটারি ফজলুর রহমান ৪১তম বার্ষিক সাধারণ সভা, ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন, ২০১৩ সালের অডিট রিপোর্ট, চুয়াডাঙ্গা ইউনিট ও চক্ষ হাসপাতালের আয়-ব্যয় সভায় পেশ করেন এবং সদস্যরা অনুমোদন দেন। সভাটি পরিচালনা করেন রেডক্রিসেন্টের উপপরিচালক হায়দার আলী।

তৃতীয় পর্যায়ে নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মনিরুজ্জামান সভাপতি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান ও সেক্রেটারি হিসেবে ফজলুর রহমান নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হন হুমায়ুন কবির মালিক, অ্যাড. শামসুজ্জোহা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, আজাদ মালিতা, ও শহিদুল ইসলাম শাহান।

উল্লেখ্য, রেডক্রিসেন্টের উদ্যোগে হুইপকে সংবর্ধিত করা হলেও যেমন চুয়াডাঙ্গা প্রেসক্লাবসহ সাধারণ সদস্যদের তেমন আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে ক্ষোভ দানা বেধেছে। পরবর্তিতে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের সংবাদ বয়কট করা সিদ্ধান্ত নেয়া হতে পারে।

ছবি-২। অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের বার্ষিক সাধারণসভা গতকাল শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাধারণসভায় ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা, বার্ষিক প্রতিবেদন পেশ, অডিট রিপোর্ট পেশ, ইউনিট কার্যকরী পরিষদের নির্বাচনসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

বেলা সাড়ে ১০টার দিকে জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুলের সভাপতিত্বে সাধারণসভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ইউনিটের সেক্রেটারি অ্যাড. খন্দকার একরামুল হক হীরা। নির্বাহী সদস্য . আশকার আলী, কেএম আতাউল হাকিম লাল মিয়া, আনারুল ইসলাম, অ্যাড. শফিকুল আলমসহ ইউনিটের সদস্যবৃন্দ সাধারণসভায় অংশগ্রহণ করেন। পরে নির্বাচন কমিশনার প্রভাষক নুরুল আহমেদ নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময় আরো বক্তব্য রাখেন- সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. কাজী শহিদুল হক।