চুয়াডাঙ্গা যুগিরহুদায় গভীর রাতে ডাকাতের হানা ॥ রাজমিস্ত্রি রুহুলকে মারপিট করে টাকাসহ মালামাল লুট

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ যুগিরহুদায় এক বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১টার দিকে। চুয়াডাঙ্গা জেলা সদরে শঙ্ককরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদায় পশ্চিমপাড়া গ্রামের মৃত হানেফ ম-লের ছেলে রাজমিস্ত্রি রুহুল আমিনের বাড়িতে ৫-৭ জন ডাকাত দল ঘরের দরজার তালা ভেঙে রুহুলকে রড দিয়ে মারপিট করে ঘরে থাকা নগদ ১১ হাজার টাকাসহ মোবাইলফোন লুট করে নেয় ডাকাতি দল। রুহুল বাড়িতে একাই ছিলেন। আর স্ত্রী-সন্তান তারা শ্বশুরবাড়িতে ছিলেন। এ বিষয়ে রুহুল জানান, ডাকাতদল প্রথমে আমার পাশের ঘরের তালা ভেঙে ঘর তল্লাশি করে ১১ হাজার টাকা ও ঘরের ভেতরে দেয়াল টপকে আমার ঘরে ডুকে কম্বল দিয়ে আমার মুখ চেপে ধরে। ডাকাতরা যখন আমার ঘরের আলমারির ড্রয়ার ভাঙতে যাই তখন আমি বাধা সৃষ্টি করি। তখন ডাকাত দল আমাকে রড দিয়ে শরীরে আঘাত করতে থাকে। ডাকাত দল আমার একটি মোবাইলফোন নিয়ে আমাকে ঘরের ছিটকিনি লাগাইয়ে পালিয়ে যায়। পরে চিৎকার করতে থাকি পাশের বাড়ির লোকজন আমাকে ঘরের ছিটকিনি খুলে উদ্ধার করে। তবে রুহুল কাউকে চিনতে পারেননি বলে জানান। খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই শফিকুল ইসলাম বলেন, আমি রাত সাড়ে ৪টা পর্যন্ত ডিউটিতে ছিলাম। ওই রাতেই যদি খবর পেতাম তাহলে অবশ্য ডাকাতদলকে পাকড়াও করার চেষ্টা করতাম। এ বিষয়ে রুহুল আমীন সরোজগঞ্জ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন।