চুয়াডাঙ্গা মোহাম্মদজমার অপহৃত কৃষক আইনাল মুক্তিপণ দিয়ে মুক্ত

 

 

 

সরোজগঞ্জ প্রতিনিধি: অপহরণকারীদের বন্দিশালা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে মোহাম্মদজমা গ্রামের সালামত বাজারপাড়ার কৃষক আইনাল হক। গত সোমবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাড়ি ফেরেন। আইনাল হককে গত রোববার রাতে কুতুবপুর মুচিপাড়ার মাঠে মুক্তি দেয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে আইনালকে মুক্ত করা হয়েছে বলে এলাকার একটি সূত্র জানালেও তার পরিবারের সদস্যরা অস্বীকার করেছেন। শুম্ভুনগর পুলিশের দাবি কোনো মুক্তিপণ নয়, বিভিন্ন স্থানে অভিযানের ফলে অপহরণকারীরা তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদজমা গ্রামের সালামত বাজারপাড়ার মৃত আজগার আলীর ছেলে কৃষক আইনাল হককে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তিনি বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। পরদিন রোবিবার সন্ধ্যায় অপহরণকারীরা মোবাইলফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

একাধিকসূত্রে বলেছে, তাকে মুক্ত করার জন্য মোবাইলফোনে অপহরণকারীদের সাথে যোগাযোগ করা হয়। অবশেষে কুতুবপুর মাঠে রোববার রাত ২টার দিকে আইনাল হককে মুক্তি দেয়া হয়। রাতেই সে শিবপুর গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়ে সকালের ৭ দিকে সে বাড়ি ফেরে। শুম্ভুনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই গাজিউর রহমান জানান, পুলিশি অভিযান অব্যাহত থাকাই অপহরণকারীরা আইনাল হককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।কতো টাকার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়েছে এ বিষয়ে পরিবারের কেউ মুখ খোলেনি।