চুয়াডাঙ্গা-মেহেরপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১ তম জন্মদিন উপলক্ষে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দারের উদ্যোগে কেককটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠ সংলগ্ন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের কার্যালয় চত্বরে ওই কেক কাটা হয়। চুয়াডাঙ্গা শেখ রাসেল ফুটবল ক্লাবের অধিনায়ক সোহেল ও শেখ রাসেল ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরান হোসাইন যৌথভাবে কেক কেটে ছোট্ট শিশু রাকিমুল ইসলাম রাকিমের মুখে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ফুটবলার মুরাদ ফেরদৌস, শিপুখান, সুরুজ, শেখ রাসেল (ছোট রাসেল), ভাইয়া ক্রিকেট ক্লাবের পরিচালক দেলোয়ার হোসেন দিলু, ক্রিকেটার রনি, আকাশ, মামুন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, শেখ রাসেলের জন্মদিন পালন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মেহেরপুর জেলা শাখা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের নতুনপাড়ার সংগঠনটির কার্যালয়ে কেক কাটা হয়। কেক কাটেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক সাইফুল আযম তাপস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল হক, মুজিবনগর ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান, সংগঠনের সদস্য জুয়েল রানা, শাহরিয়ার হাসান ববিসহ সংগঠনটির নেতাকর্মীরা। পরে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এদিকে একই সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এবং পেট্রোবাংলার পরিচালক মেহেরপুর-১ আসনের নির্বাচন প্রত্যাশী এমএএস ইমনের ৪২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এদিন একই সময় কেককাটাসহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্মআহ্বায়ক আতিক স্বপনের নেতৃত্বে ৫টি পৃথক দলে বিভক্ত হয়ে তার নেতাকর্মীরা ওই লাল গোলাপ বিতরণ করেন।
অপরদিকে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মেহেরপুর শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর শিশু একাডেমির আয়োজনে গতকাল বুধবার বিকেলে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিশু একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর রহমান, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, শিশু একাডেমির চারুকলা প্রশিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।