চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে একুশ ফেব্রুয়ারি কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহর গতরাত ১২টা ১ মিনিটে প্রথম ফুলে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

চুয়াডাঙ্গা শহীদ মিনারে হুইপের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে যথাক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রশীদুল হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনসমূহের পর পৌর পরিষদের পক্ষে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা পরিষদের পক্ষে, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস ও নির্বাহী অফিসার, সিভিল সার্জন আজিজুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ। ফার্স্ট ক্যাপিটালের উপাচার্য, পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি, জেলা বিএনপির একাংশসহ যুবদলও পুষ্পমাল্য অর্পণ করে। জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু)সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

চুয়ডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অব চুয়াডাঙ্গা, বাংলাদেশ রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা, হেলথ এইড মেডিকেল সেন্টার, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, মাইক্রস্ট্যাণ্ড শ্রমিক লীগ চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা, শেখ জামাল স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা, দৈনিক মাথাভাঙ্গা, প্রতিদিনের নতুন খবর, জেলা স্কাউটস, পপুলার লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ ওয়ার্কার্সপার্টি, কেরু অ্যান্ড কোম্পানি, সানডিয়ান রেস্টুরেন্ট চুয়াডাঙ্গা, শহর বাউল একাডেমী চুয়াডাঙ্গা, নির্মাণ শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা, জাতীয় সাধুসঙ্ঘ সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে সরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ, আলমড্ঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধাদা কমান্ড, আলমডাঙ্গা থানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। পৌর আওয়ামী লীগ, আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দীনের নেতৃত্বে পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর যথাক্রমে জেলা জাসদ, আলমডাঙ্গা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ, ছাত্রলীগ, মহিলালীগ আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা মহিলা কলেজ, আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়,

জীবননগর ব্যুরো জানিয়েছে, রাত ১২টা ১ মিনিটে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে জীবননগরে একুশের কর্মসূচি শুরু করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, জীবননগর পৌরসভা, জীবননগর প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা মহিলা লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ও কলেজ ছাত্রলীগ, জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদ, জাতীয় পার্টি (এ), জীবননগর পাইলট হাইস্কুল, জীবননগর সাহিত্য পরিষদ, আশরাফুল মডেল অ্যাকাডেমি, জীবননগর মোটরমালিক সমিতি, জীবননগর মোটরশ্রমিক ইউনিয়ন, সাইন ক্লাব, জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারি কল্যাণ সমিতি, ইয়াং ক্লাব, আঁশতলাপাড়া যুবসমাজ, হ্যাপি ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। একই সময়ে জীবনগর ডিগ্রি কলেজ ক্যাম্পাস শহীদ বেদী ও জীবননগর আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাস শহীদ বেদীতে স্ব-স্ব কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা আন্দুলবাড়িয়া, উথলী, রায়পুর, হাসাদাহ, বাঁকা ও সীমান্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ বেদীতে মহান একুশ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার খবর পাওয়া গেছে।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা স্টেডিমাঠ মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। এরপর দামুড়হুদা মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা প্রেসক্লাব, উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নির্বাচন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগ, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। রাত ১২ টা ১ মিনিটে দর্শনা কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদসহ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেছেন এমপি আলী আজগার টগর। এ সময় পুস্পমাল্য অর্পণ করেন ১৪ দলীয় সমন্বয় কমিটি, দর্শনা পৌর আ.লীগ জাতীয় পার্টি, সমাজতান্ত্রিক দল জাসদ, দর্শনা পৌর যুবলীগ, দর্শনা পৌর ও কলেজ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, দর্শনা পৌরসভা, দর্শনা সরকারি কলেজ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতি, দর্শনা মোটরশ্রমিক ইউনিয়ন, রিকসা ও ভ্যানশ্রমিক ইউনিয়ন, দর্শনা পুলিশ, প্রাথমিক শিক্ষক সমিতি, অনির্বাণ থিয়েটার, জাগরণীচক্র ফাউন্ডেশন, গণউন্নয়ন গন্থাগার, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন, দর্শনা সেলুন কমিটিসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, রাত ১২টার ১ মিনিটে জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইউনিয়ন শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এক মিনিট নীরবতা পালন, শপথ বাক্যপাঠ ও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি গানটি দলীয় কণ্ঠে গাওয়া হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন। জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের পক্ষে প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌরবাসীর পক্ষে মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, মুক্তিযোদ্ধা কমান্ড, মেহেরপুরের ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগ, জেলা শ্রমীক লীগ, জেলা বাস্তহারা লীগ, মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ, স্বাস্থ্য বিভাগ, গনপূর্ত বিভাগ, জেলা শিল্পকলা, পাবলিক লাইব্রেরি, উদীচী শিল্পী গোষ্ঠী, শেখ রাসেল স্মৃতিসঙ্ঘ, অরণী থিয়েটার, মৃত্তিকা সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর গাংনী থানার পক্ষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, ওসি (তদন্ত) মোক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এমএ খালেক ও পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, গাংনী প্রেসক্লাব, জাতীয় পার্টি, দোয়েল ক্লাব, শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। পরে মুজিবনগর থানার পক্ষে ওসি কাজী আ.সালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে কমান্ডার আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি রোকনুজ্জামান রোকন, সৈনিক সংস্থা, পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি পাবলিক ক্লাব, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা। পরে সেখানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।