চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিশ্বের অন্যান্য স্থানের মতো সারাদেশে মহান মে দিবস পালন

 

শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার শপথ

স্টাফ রিপোর্টার: শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ শ্রমজীবীমানুষের অধিকার আদায়ের শপথের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে বৃহস্পতিবার পালিত হযেছে মহান মে দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতোবাংলাদেশেও দিবসটি পালনে চুয়াডাঙ্গাসহ সারাদেশে শোভাযাত্রা, আলোচনাসভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে শোষণ ও সামাজিকবৈষম্যের বিরুদ্ধে মে দিবসের সূচনা করা শিকাগোর ‘হে’মার্কেটের শ্রমিকদেরমতোই সংগ্রামের শপথ নেন শ্রমিকরা। সকল কর্মসূচিতেই শ্রমিকদের জন্য নিরাপদকর্মস্থলের দাবি ছিলো প্রচণ্ড।

জাতীয় শ্রমিক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা মে দিবস পালন করেছে। কাস্তে-হাতুড়ির লাল পতাকা নিয়ে তারা চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করেন। শেষে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন শ্রমিক নেতা দাঊদ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিরাজুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন উমর।

এদিকে মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে যুবদল সদর উপজেলা শাখার পক্ষ থেকে নবগঠিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজুসহ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক, যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান, মিলন মেম্বার, আমিরুল ইসলাম লাল, মোশারেফ মাস্টার, ঝন্টু মাস্টার, খোরশেদ, আশরাফুল হক, আসাদ, সেলিম, রফিকুল, ফারুক, মাহাবুব, রাজু, মিজান, নুর হোসেন, বিল্লাল, আরিফসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মে দিবস পালন করেছে গাংনী উপজেলা ইমারত নির্মাণশ্রমিক সমিতি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণশ্রমিক সমিতির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, ইমরাত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার। উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলম, সিএ ফয়জুল ইসলাম, নাজির হামিদুল ইসলাম, শ্রমিক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এমনুরুন্নবী।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায়মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নসহ বেশ কয়েকটি শ্রমজীবী সংগঠন করেছে র‌্যালি ও আলোচনাসভা। সকালে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সামনে সবকটি শ্রমিক সংগঠন নেতাকর্মীরা সমবেত হয়। পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এছাড়া কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বেশ কয়েকটি শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র‌্যালি ও আলোচনাসভা করে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শ্রমিক ইউনিয়ন থেকে শুরু হয়ে উপজেলা ক্যাম্পাস ঘুরে শহর প্রদক্ষিণ করে। মোটরশ্রমিক ইউনিয়ন সভাপতি আবুল কাশেম ঝড়র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহের আলী, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত আলী, আয়ুব আলী, হাবিবুর রহমান প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন,মুজিবনগরে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণশ্রমিক সমিতির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ইরামত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হায়দার আলীসহ শ্রমিক নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন ইরামত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হায়দার আলী,প্রাক্তন সভাপতি ইমান আলী ওইদ্রিস আলী।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে,‘দুনিয়ার মজদুর এক হও’এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় পশুহাট শ্রমিক ইউনিয়নের অফিস চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়া, বণিক সমিতির সভাপতি আবু তালেব,আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রনজু শেখ, হোটেন অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু মুক্তি কুমার কর্মকার।বক্তব্য রাখেনবাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ক্যাসিয়ার সাহাবুল, প্রচার সম্পাদক আকুল মিয়া, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ, সোহেল, সুজন, আশিক, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার কর্মকার, জুয়েল রানা, আজিত, তাপস, টনো, মিন্টু, শরিফুল প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশের ন্যায় মহেশপুরে দিবসটি পালিত হয়েছে। কলেজ বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিকলীগ সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বক্তব্য রাখেন এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর ভারপ্রাপ্ত সভাপতি অমল কুণ্ডু, পৌর যুবলীগ নেতা আতিয়ার রহমান আতি,ছাত্রলীগ নেতা শশিয়ার রহমান জিয়া ও শ্রমিকনেতা আব্দুল জলিল। সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।