চুয়াডাঙ্গা মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় তীব্র শীত শীতার্তদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণের আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তাপমাপা যন্ত্রের পারদ আরো কিছুটা নেমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল মঙ্গলবার অবশ্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু শৈত্যপ্রবাহ চলছে। দিনে তাপমাত্রা অস্বাভাবিক হ্রাস না পেলেও রাতে নেমে যেন নামছে হিমদৈত্য। শীতের তীব্রতায় দরিদ্র দুস্থ মানুষগুলোকে দুর্ভোগ পোয়াতে হচ্ছে। গতকাল পর্যন্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

প্রতি বছরই চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যায়। এবার শীতের শুরুতেই মৃদু শৈত্যপ্রবাহে দরিদ্রদের দুর্ভোগ বেড়েছে। ফলে দুস্থদের দুর্ভোগ লাঘবে এলাকার দানশীল অর্থশালীদের শীতবস্ত্র বিতরণের বিশেষ উদ্যোগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতনমহল।

গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলেছে, তাপমাত্রা আরো কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।