চুয়াডাঙ্গা মুসলিমপাড়ায় হেরোইন বিক্রির সময় পুলিশিং কমিটির হাতে আটক

মসজিদপাড়ার নাসিরের দু বছর সশ্রম কারাদণ্ড

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মাদকব্যবসায়ী নাসির উদ্দিনকে দু বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হেরোইনসহ ধরা পড়া মামলায় চুয়াডাঙ্গা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত গতকাল রোববার এ কারাদণ্ডাদেশ দেন। আসামির উপস্থিতিতে আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মামলার আরেক আসামি নাসির উদ্দিনের স্ত্রী মরজিনা খাতুন মারা যাওয়ায় তাকে আগেই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের মসজিদপাড়ার আবুল কালামের ছেলে নাসির উদ্দিন ও তার স্ত্রী মরজিনা খাতুন পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ২০০৮ খ্রিস্টাব্দে ১ মার্চ রাতে হেরোইন বিক্রি করছিলেন। এ সময় স্থানীয় কমিউনিটি পুলিশ তাদেরকে হেরোইনসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আটক স্বামী-স্ত্রীর কাছ থেকে ২১ পুরিয়া হোরোইন উদ্ধারপূর্বক আদালতে সোপর্দ করে। চুয়াডাঙ্গা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন মামলার রায় ঘোষণা করা হয় গতকাল রোববার বেলা পৌনে ১১টায়। আসামি নাসির উদ্দিনের উপস্থিতিতে তাকে ১৯৯০ সনের মাদকদ্রব্য আইনের ১৯ (১) টেবিলে ১ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে দু বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামি নাসির উদ্দিনের স্ত্রী মরজিনার মৃত্যু হলে আগেই তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয় বলে সূত্র জানায়।