চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের উদ্যোগে পৃথক স্থানে বিশেষ দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দেশে ফিরেছেন। গতকাল তিনি গেদে- দর্শনা সীমান্ত হয়ে দেশে ফেরেন। অপরদিকে তার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা মার্কেটের দোতলায় ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের আয়োজনে পৌর জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা গেছে, গতকাল বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন সড়ক পথে দর্শনা গেদে চেকপোস্ট হয়ে চুয়াডাঙ্গায় ফিরেছেন। সকালে চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে রিসিভ করতে দর্শনা গেদে চেকপোস্টে পৌঁছান। তিনি বেলা ১টার দিকে দর্শনা গেদে চেকপোস্টে দেশে ফিরলে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের সাথে কুসল বিনিময় শেষ দর্শনা কেরু সার্কিট হাউজে কিছুক্ষণ সময় কাটিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন হুইপ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন জোয়ার্দ্দারসহ জেলা ও উপজেলার শ শ নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় সংসদের হুইপ গত ২৬ জুন সকাল ১০টায় ব্যক্তিগত খরচে চিকিৎসার জন্য দর্শনা গেদে চেকপোস্ট ভারতে যান। গতকাল বেলা ১টার দিকে দর্শনা গেদে চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।

এদিকেমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গত ২৬ জুন চিকিৎসার জন্য দর্শনা-গেদে সীমান্ত হয়ে ভারতের উদ্দেশে রওনা হন। শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে দেশে ফেরেন। গতকাল রোববার বাদ আছর পৌর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, রেজাউল হক মালিক, খবির উদ্দীন খান, হাফিজ উদ্দীন, তোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট মুক্তিযোদ্ধা মার্কেটের দোতলায় বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মহান মুক্তিযুদ্ধে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা শেষে আশু রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মহিদ হোসেন খান, একেএম জোছা, চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডের নবনির্বাচিত কমান্ডার আশু বাঙালী, দামুড়হুদা উপজেলা কামান্ডের কমান্ডার আসির উদ্দীন, জীবননগর উপজেলা কমান্ডের কমান্ডার আব্দুস সাত্তারসহ মুক্তিযোদ্ধাগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাজার জামে মজিদের পেশ ইমাম মো. জসিম উদ্দীন।