চুয়াডাঙ্গা মাস্টারপাড়া ও বাজারপাড়ার তিনটি বাড়ি থেকে বোমা সাদৃশ্য ৫টি বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাস্টারপাড়া ও বাজাপাড়ার তিনটি স্থান থেকে বোমা সাদৃশ্য ৫টি বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে।

জানা গেছে, কালেরকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাড. মানিক আকবরের মাস্টারপাড়াস্থ বাড়ির ঘরের বারান্দায় দুটি বোমা সাদৃশ্য বস্ত দেখে পরিবারের সদস্যরা চমকে ওঠেন। মানিক আকবর প্রেসক্লাব চুয়াডাঙ্গার সভাপতি। তিনি জানিয়েছেন, সকালে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ বোমা দুটি উদ্ধার করে। কে বা কারা কেন বোমা রেখেছে তা বলতে পারেননি তিনি।

মাস্টারপাড়ারই দীনু পরামানিকের বাড়িতে ছিলো একটি। সেটাও উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বনওয়ারী লাল বাগলার বড়বাজারপাড়াস্থ বাসার সামনে রাখা ছিলো একটি বোমা সাদৃশ্য বস্তু। পুলিশ সেটাই উদ্ধার করে। একই আকৃতির বোমাগুলো কে বা কারা কেন রেখেছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।