চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের সামনের নিউ কৃষিপার্টে আগুন : সিসি ক্যামেরায় দোকানির ভাইয়ের ঘোরাঘুরির দৃশ্য

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীতে নিউ কৃষি পার্টস নামক মেশিনারিজ দোকানে আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে ক্ষতি হয়েছে। এ অগ্নিকা-ের ধুয়ায় পার্শ্ববর্তী মিষ্টিমুখ নামক মিষ্টির দোকানের প্রায় ১২ হাজার টাকা মূল্যের মিষ্টি ধুয়াটে গন্ধে খাবার উপযোগিতা হারিয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
সিসি টিভিতে ধারণকৃত ভিডিও চিত্রে দেখা গেছে, অগ্নিকা-ের কিছুক্ষণ আগেও অতো সকালে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিলেন দোকান মালিকের ভাই মুক্তিপাড়ার শামশেদ আলী শামা। অগ্নিকা-ের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডাইরি করেছেন দোকান মালিক নওশাদ আলী। তিনি বলেছেন, দোকান বন্ধই ছিলো। শাটারের নিচ দিয়ে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগ্নিকা-ে কমপক্ষে ১০ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেছেন, আগ্নিকা-ে শুধু নিউ কৃষিপার্টস নামক দোকানের মালামালই পুড়ে নষ্ট হয়নি, পাশের মিষ্টিমুখ নামক দোকানে ধুয়া ঢুকে ১২ হাজার টাকার মিষ্টি নষ্ট হয়েছে।
স্থানীয়রা বলেছেন, সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে মিষ্টিমুখ দোকনের ভেতর থেকে ধুয়া নির্গত হতে দেখা যায়। দোকানের সাইনবোর্ডে লেখা মোবাইলফোনে কল করে দোকান মালিককে দ্রুত দোকানে আসার আহ্বান জানানো হয়। তিনি ছুটে আসেন। দোকান খুলে দেখেন ওই দোকানে নয়, পাশের নিউ কৃষিপার্টসে। ফায়ার স্টেশনের সদস্যরা খবর পেয়ে ছুটে আসেন। প্রায় আধাঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভোরে নিউ কৃষি পার্টস দোকানির ভাই দোকানের পাশে কয়েক দফা ঘুরেছেন। বসেছেন। পুলিশকে এ ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে সচেতনমহল।