চুয়াডাঙ্গা বেলগাছি ও কলোনিপাড়ায় দু দল যুবকের পাল্টাপাল্টি মহড়া

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি মুসলিমপাড়া ও কলোনিপাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দু গ্রামের দুজনকে মারধর করাকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দফায় দফায় দেখা যাচ্ছে দু পক্ষের সশস্ত্র মহড়া। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যেকোনো সময় দু গ্রামের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে সচেতন মহল। এ ব্যাপারে পুলিশি হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামের সচেতন ব্যক্তিবর্গ।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়া ও নুরনগর কলোনিপাড়ার দু দল যুবকের মধ্যে পূর্বশত্রুতা চলে আসছিলো বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় কলোনিপাড়ার তেতুলের ছেলে হালিমকে মারধর করে মুসলিমপাড়ার কতিপয় যুবক। এ ঘটনায় কলোনিপাড়ার লোকজন ক্ষুব্ধ হন। পরে সেখানকার কিছু যুবক প্রতিশোধ নেয়ার জন্য পরদিন বুধবার অভিযুক্ত যুবকদের খুঁজতে থাকে। গতকাল বৃহস্পতিবার মুসলিমপাড়ার শাজাহানের ছেলে টোকনকে হাসপাতালের সামনে পেয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। গতকাল সন্ধ্যার পর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বেলগাছি মুসলিমপাড়া ও কলোনিপাড়ার যুবকেরা রেলগেট এলাকায় মহড়া দেয়। ফলে আতঙ্কিত হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ।