চুয়াডাঙ্গা বেগমপুরে মতবিনিমিয়সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

বাল্যবিয়ে হাত থেকে রক্ষা পেত জাতিকে শিক্ষিত করতে হবে

 

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও মানসম্মত শিক্ষা বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। একজন নারীর পরিপক্ষতা আসার আগেই আমরা আবেগের বশীভূত হয়ে আমাদের সন্তানদের বসাচ্ছি বিয়ের পিঁড়িতে। কিছুদিন যেতে না যেতেই সৃষ্টি হচ্ছে অশান্তি। আবার অল্প বয়সে মা হয়ে মেয়েরা হারাচ্ছে তার স্বাস্থ্য। রোগেশোগে হচ্ছে জরাজীর্ণ। ভালো লাগা থেকে ভালোবাসা কিছুদিনের মধ্যেই রুপ নিচ্ছে বিষাধে। ফলে দুটি পরিবারের মধ্যে সৃষ্টি হচ্ছে বিরোধের। তাই প্রতিটি পরিবারের উপলব্ধি করতে হবে বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। আমরা কেউ জেনে-শুনে সেদিকে পা বাড়াবো না। বাল্যবিয়ের ওপর সরকার যে আইন করেছে আমরা তার প্রতি প্রত্যেকেই শ্রদ্ধাশীল হবো। কারণ বাল্যবিয়ের ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। আর জনসংখ্যা রাস্ট্রের একটি বিরাট সমস্যা। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিয়ের ব্যাপারে গড়তে হবে সামাজিক আন্দোলন। বাল্যবিয়ের পাশাপাশি মাদক আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। শুধু পরিবার নয় সমাজ তথা দেশ হচ্ছে ক্ষতিগ্রস্ত। মাদকের সর্বনাশা ছোবলে দেশের তরুণ সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই আজ ও আগামী দিনের সুস্থ, সুন্দর ও সুখময় সমাজের জন্য মাদকের বিরুদ্ধে কঠর আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন করে মাদক বন্ধ করা যাবে না। আইনের পাশাপাশি পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সজাগ থাকতে হবে। বর্তমানে মাদকাশক্তির প্রভাবে যুবসম্প্রাদয়ের নৈতিক অধপতন ঘটছে। নেশাগ্রস্তদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। মাদকাসক্তরা স্বাভাবিক সুখ-স্বাচ্ছন্দের জীবন বিসর্জন দিচ্ছে। আবার অনেকেই অকালে করছে মৃত্যুবরণ। মনে রাখবেন আজগের প্রজন্ম আগামীদের জাতীয় সম্পদ। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে ইউনিয়ন পরিষধ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিন। ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলীকদর, আলমাছ আলী, জিল্লুর রহমান জুলমত, আবুসালেহ, আক্কচ আলী, এরেঙ মণ্ডল, কায়েস উদ্দিন, হালিমা খাতুন, নাছিমা খাতুন, আহারন নেছা, ইউনিয়ন স্বাস্থ্য বিভাগের আয়েশা বেগম, রওশন আরা, সাবিনা ইয়াসমিন, শিক্ষক জীবন নাহার, শামছুন নাহার, জাকিয়া আখতার, রোশেনারা খাতুন, সেলিনা খাতুন, জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, শামীম হোসেন, জহির উদ্দিন, হাফিজুর রহমান, কাজি আলী আকবরসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশাজীবী। প্রধান অতিথির আগমনের সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব আসাবুল হক মাসুদ।