চুয়াডাঙ্গা বদরগঞ্জের সোহেল রানা অপহরণ মামলা: মুক্তির কথা ২০ হাজার টাকা নেয়া তুলু গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বদরগঞ্জ দশমীর অপহৃত সোহেল রানাকে উদ্ধার করতে না পারলেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ।

গতকাল রোববার চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার থেকে গ্রেফতারকৃত তুলু অপহৃত সোহেল রানাকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানার পরও চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম, এসআই খালিদ ও এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে। সে হরিণাকুণ্ডুর বড় ফলশি গ্রামের আনারুদ্দিনের ছেলে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাত ৮টার দিকে সোহেল রানা বদরগঞ্জ বাজারে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে সে অপহৃণকারীদের কবলে পড়ে। সেই থেকে তার হদিস নেই। তার পিতা আব্দুল বারী বিশ্বাসের ইটভাটার এক সময়ের ম্যানেজার আত্মগোপন করে। তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। তেমন তথ্য উদ্ধার করা যায়নি। সোহেল রানার ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছে তা এখন পর্যন্ত অনিশ্চত। তাকে উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।