চুয়াডাঙ্গা বঙ্গজপাড়া যুব সংঘ আয়োজিত ক্রিকেটে সিনিয়র একাদশ জয়ী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় বঙ্গজপাড়া যুব সংঘ আয়োজিত ক্রিকেট ম্যাচে সিনিয়র একাদশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসজিতে জুনিয়র একাদশ সিনিয়র একাদশকে ব্যাটিঙের আমন্ত্রণ জানালে ১৮ ওভারে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র একাদশ ১০২ রান করতে সমর্থ হয়। ফলে সিনিয়র দল ২ রানের অবিশ্বাস্য জয়লাভ করে। জুনিয়র একাদশের রাকিব ও অন্তর মাহমুদের বিধ্বংসী ব্যাটিং পরাজয় এড়াতে পারেনি। রাকিবের দৃষ্টিনন্দন ছয়ে গ্যালারি ভর্তি সমর্থক আনন্দে ফেটে পড়ে। বিজয়ী দলের শিমুল ও কিং খান ওপেনিঙে নেমে খুব একটা সুবিধা করতে না পারায় দায়িত্ব নেন এআর রুমি ও সাদিক। তাদের দু জনের দায়িত্বশীল ব্যাটিঙে সিনিয়র একাদশ ১০৪ রানে। আম্পায়ারের দায়িত্বে ছিলেন সামসুল আরেফীন আইদিদ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। জুনিয়র একাদশ অন্তর মাহমুদ, প্রিন্স মাহমুদ নয়ন, রাকিব, আশিক, এজি সোহাগ, বিজয়, সাকিব, শান্ত, টনি, আলামিন ও রফিক। সিনিয়র একাদশ শাহজান আলী, কিংখান, এআর অরিন, জাহিদ, মেহেদি, হালিম, তারিক, শিমুল, এআর রুমি, রাকেশ, সেতু, সাদিক ও মাহবুব।