চুয়াডাঙ্গা প্রেসক্লাবে কার্পাসডাঙ্গা কোমরপুরের একটি পরিবারের সংবাদ সম্মেলন

 

শুকলালের বিরুদ্ধে বাড়িঘর ভেঙে দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সদ্য আওয়ামী লীগে যোগদানকারী রবিউল হোসেন শুকলালের বিরুদ্ধে একটি পরিবারের বাড়িঘর ভাঙচুর করে দখলের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেন দামুড়হুদা কার্পাসডাঙ্গা কোমরপুরের আশান মল্লিকের ছেলে আব্দুল গাফফারসহ তার পরিবারের নারী সদস্যরা। এরা চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অল্প সময়ের জন্য অবস্থান নিয়ে প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেন। কান্নাকাটি করে তারা প্রতিকার কামনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত নস্কর আলীর ছেলে রবিউল হোসেন শুকলাল সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেন। গত শনিবার সকাল ৮টার দিকে কোমরপুরের আশান মল্লিকের ছেলে আব্দুল গাফফারের বাড়ি ভাঙচুর করে জোরপূর্বক দখল করে নেন শুকলালসহ তার লোকজন। গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করা হয়। এক প্রশ্নের জবাবে অবশ্য সংবাদ সম্মেলনে গাফফারের লোকজন বলেন, জমিটা আমাদের আমরা আগে জানতাম না। কয়েকমাস আগে জানার পর সেখানে বাড়িঘর তৈরি করি। এরপর গত শনিবার শুকলাল লোকজন সাথে নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে দখলে নেন। আমরা প্রতিকার চাই।