চুয়াডাঙ্গা পৌরসভা কার্পাসডাঙ্গা ও বেগমপুর ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন দিবস পালন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভা, বেগমপুর ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ স্ব স্ব এলাকায় শোভযাত্রাসহ আলোচনাসভার আয়োজন করে। জন্ম একবার, নিবন্ধনও একবার’ স্লোগানকে সামনে রেখে জনপ্রতিনিধিরা সকলকে জন্মনিবন্ধনের আহ্বান জানান।

‘জন্ম একবার, নিবন্ধনও একবার’স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আরিফ বিশ্বাসের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় পৌরভবন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় পৌরসভার কাউন্সিলর, নারী কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন টিকাদান কর্মসূচির সুপার ভাইজার আলি হোসেন ও আফরোজা পারভীন। ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আরিফ বিশ্বাস বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার।

           কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে শেষ হয়। ইউপি হলরুমে চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনাসভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ইয়াসিন আরাফাত। প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, সবুর আলী, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, নোয়াজ্জেশ আলী, আয়ুব আলী, সুলতান মল্লিক, আলী আহম্মেদ, করম আলী, কহিনুর বেগম, রহিমা বেগম, রোকেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব নাইম উদ্দিন।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হিজলগাড়ি বাজারে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের উপস্থিতিতে র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিলো জন্ম একবার, নিবন্ধনও একবার। এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি সচিব আশাবুল হক মাসুদ, কায়েস উদ্দিন, ইউপি সদস্য আক্কাচ আলী, আলী কদর, আবুসালে, এরেং মণ্ডল, আমিরুল ইসলাম, কায়েস উদ্দিন, বাক্কা জোয়ার্দ্দার, নাছিমা বেগম, হালিমা খাতুন, আহারন নেছাসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।