চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে শহর ফাঁড়ি পুলিশের অভিযান : কাগজপত্র জাল করার অভিযোগ ॥ সিজার গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে কাগজ জাল করাসহ দালালির অভিযোগে জাহাঙ্গীর কবির সিজারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। তিনিই বাদী হয়ে মামলা রুজু করেছেন। এ মামলায় আজ সিজারকে আদালতে সোপর্দ করা হতে পারে।
পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা শহরতলি দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত রেজাউল করিমের ছেলে জাহাঙ্গীর কবির সিজার দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে ভুয়া জিডিসহ বিভিন্ন কাগজপত্র জাল করে আসছিলো। অভিযোগের প্রেক্ষিতে গোপনে অনুসন্ধান চালাতে শুরু করে পুলিশ। এরই একপর্যায়ে গতকাল দুপুরে পাসপোর্ট অফিস থেকে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় দুটি পাসপোর্ট, ডেলিভারি ৬টি স্লিপ, জাল জিডির কপি একটি। নিজেই জিডি লিখে নিজেই নম্বরসহ সিল-ছাপ্পড় মারে সে। সিজারকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয় তাকে।