চুয়াডাঙ্গা পাঁচমাইলে ডাকাত দলের হানা : গ্রামবাসীর গতিরোধ

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকায় ডাকাতি ও নারী অপহণের গুজব রটলেও তার ভেতর দিয়ে ঘটেগেলো ডাকাত দলের হানা। চুয়াডাঙ্গা সদরে পদ্মবিলা ইউনিয়নে পাঁচমাইল সুবদীয়া মাঝেরপাড়া গ্রামের মৃত ইসলামের ছেলে এরশাদের  বাড়িও মৃত সদু বিশ্বাসের ছেলে কালামের বাড়িতে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ৭ থেকে ৮ জন মুখোশধারি ডাকাতদল হানা দেয়। মৃত ইসলামের ছেলে ইখলাস সরোজগঞ্জ বাজারে চাতালে কাজ শেষে বাড়িতে এসে টিউবয়েলে হাতমুখ ধুতে গিয়ে দেখে বাড়ির পাশে কালো পোষাকে ৭ থেকে ৮ জন ডাকাত দল অবস্থান নেয়। ইখলাস ডাকাত দলকে দেখে চিতকার করতে থাকে। গ্রামের লোকজন চিতকার শুনে ডাকাত দলকে গতিরোধ করতে ধাওয়া শুরু করে। পরে ডাকাত দল সুবদীয়া মাঝেরপাড়ার মোড়ে একটি বোমা ফাটিয়ে আতঙ্ক করে পালিয়ে যায়। কথা বলা হয় এরশাদের সাথে তিনি জানান, রাত দেড় টার দিকে আমার বাড়িতে ৮ থেকে ১০ মুখোশধারি বোরকা পরা হাতে ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির দরজায় এসে দরজা ভাঙতে চেষ্টা করে তখন আমি চিতকার করে বিষয়টি এলাকায় জানাজানি করে দিই। তাতে গ্রামের লোকজন লাটিসোটা নিয়ে ডাকাত দলকে প্রতিহাত করতে গেলে উপস্থিত ডাকাত দল জনতার চিতকার শুনে গ্রামের ভেতর মোড়ে একটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।