চুয়াডাঙ্গা পশু হাসপাতালের সামনে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দু দোকানিকে অর্থদণ্ড

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডস্থ প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকান মালিককে জরিমানা করেছেন। ওষুধ আইন ১৯৪০’র ১৮ (সি) ধারায় পুবালী ড্রাগ হাউজ ও আরাফাত মেডিসিন হাউজের মালিককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা অনাদায়ে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতসূত্র জানায়, লাইসেন্সবিহীনভাবে দোকান পরিচালনার দায়ে আরাফাত মেডিসিনের মালিক শৈলগাড়ি গ্রামের আবু মুনসুর আহমেদের ছেলে আনিসুজ্জামানকে ২ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় পুবালী ড্রাগ হাউজের মালিক কেদারগঞ্জের সদর উদ্দিন বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করায় কারাদণ্ড থেকে রক্ষা পান তারা। চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন ও সদর থানার এসআই তিলাম।