চুয়াডাঙ্গা পলাশপাড়ার স্কুলছাত্র অপহরণ : মুক্তিপণ দাবি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পলাশপাড়ার স্কুলছাত্র সাব্বিরকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির দাবি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলছাত্রে পিতা ফেলু শেখ। তিনি বলেন, গত সোমবার থেকে একটি মোবাইল নম্বর থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার ফেলু শেখের ছেলে সাব্বির হোসেন (১০) ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শেণির ছাত্র। সে গত ২০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে ২১ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ২৪ আগস্ট থেকে জনৈক ব্যক্তি নিজেকে সামাদ পরিচয় দিয়ে সাব্বিরের পিতার কাছে একাধিক মোবাইলফোন থেকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, স্কুলছাত্র সাব্বির নিখোঁজ হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার দাদা। অপহরণ কিংবা মুক্তি দাবির বিষয়ে তিনি কিছু জানেন না বলেন জানান।