চুয়াডাঙ্গা পদ্মবিলার আবু তাহের বিশ্বাস পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিলেন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমের নিকট থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন, প্যানেল চেয়ারম্যান-২ আব্দুর রউফ মিয়া, মুসলিমা খাতুন, চায়না খাতুন, খালেদা আক্তার, ৪নং আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, শান্তি হোসেন, সাইদুর রহমান রানা, মোজাফফর, শহিদুল, ছাত্তার রফিক, মিনাজ, সিরাজ, আত্তাব আলী, ফজলুর রহমান, নিশান, জাহাঙ্গীর, নাজমুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা, হাবিল, আব্দুর ছালাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনফুল ও সুমন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের বিরুদ্ধে টিআর, কাবিটা ও বিশেষ বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। একপর্যায়ে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী গত ১৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান আবু তাহেরকে দুর্নীতির দায়ে বহিষ্কার করেন। পরে চেয়ারম্যান আবু তাহের ইউপি মেম্বার আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরই মধ্যে বহিষ্কৃত চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস উচ্চ আদালতের শরণাপন্ন হন। উচ্চ আদালতের আদেশে চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের বহিষ্কারাদেশটি ৬ মাসের জন্য স্থগিত করে আদেশ দেন। এ আদেশের বলে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমের কাছ থেকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন আবু তাহের বিশ্বাস।