চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুরে দুর্ঘটনা থ্রিহুইলারের ধাক্কায় জখম বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার: থ্রিহুইলারের ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধা খাইরুন নেছা (৭০) টানা তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেছেন। গতপরশু রাতে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার তার নিজ গ্রাম দামুড়হুদার উজিরপুরে দাফনকাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার স্কুলপাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের স্ত্রী খাইরুন নেছা গত শনিবার দুপুরে মাথাভাঙ্গা নদীতে গোসল করে বাড়ি ফিরছিলেন। চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়ক পার হওয়ার সময় তিন চাকার বেবিটেক্সি ধাক্কা দেয়। আছড়ে পড়ে বৃদ্ধ খাইরুন নেছা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়। গতপরশু রাতে তিনি মারা যান। গতকাল তার নিজ গ্রামে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়রা বলেছে, তিন চাকার বেবিটেক্সিটা এক পুলিশ সদস্যের। দামুড়হুদার হাবিব নামের একজন চালাচ্ছিলো। দুর্ঘটনায় বৃদ্ধা মারা যাওয়ার পর থ্রিহুইলার মালিক পক্ষের লোকজন আপশ করে। তবে কি শর্তে আপশ করেছে তা নিশ্চিত করে জানা যায়নি।