চুয়াডাঙ্গা দামুড়হুদার চণ্ডিপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড : আগুনে পুড়ে শয্যাগত বৃদ্ধার করুণ মৃত্যু

কামরুজ্জামান বেল্টু/মারুফ হোসেন: শয্যাগত বৃদ্ধা রোকেয়া খাতুন আগুনে পুড়ে মারা গেছেন। গতরাত ৮টার দিকে দামুড়হুদার চণ্ডিপুরের নিজ বাড়ি তিনি অগ্নিদগ্ধ হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢুলে পড়েন ৮০ বছরের বৃদ্ধা রোকেয়া খাতুন। তার ৮ ছেলে ৭ মেয়ে জীবিত থাকতেও সামান্য অসতর্কতায় অগুনে পড়ে জীবনের শেষ মুহূর্তটা হলো তীব্র যন্ত্রণার।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার চণ্ডিপুর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী রোকেয়া খাতুন দীর্ঘদিন ধরে মস্তিস্ক রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে শয্যাগত হয়ে পড়েন। গতকাল তিনি তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মশার কয়েল ধরিয়ে দেয়া হয় পাশে। অসতর্কতায় আগুন লেগে যায় লেপ কাথায়। আগুনে পুড়ে শরীরের ৯০ ভাগ দগ্ধ হলে বাড়ির লোকজন টের পায়। বৃদ্ধাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন। তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয়ার এক পর্যায়ে বৃদ্ধা মারা যান। লাশ রাতেই নিজ বাড়িতে নেয়া হয়। দাফনের প্রক্রিয়া করা হয়। স্থানীয়রা জানান, বৃদ্ধার ৮ ছেলে ৮ মেয়ের মধ্যে এক কন্যা গত হয়েছে। অন্যরা জীবিত। গতরাতে তাকে নিজ ঘরে রেখে অন্যরা তাদের কাজে ব্যস্ত হওয়ায় বৃদ্ধাকে আগুনে পুড়তে হয়েছে।