চুয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী সফল অভিযান : শৈলকুপার দুজন ফেনসিডিলসহ গ্রেফতার

 

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শৈলকুপার দু মাদক পাচারকারী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের ভুলটিয়া জোড়া ব্রিজের নিকট থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। একই সাথে পাচারকাজে ব্যবহার করা একটি মোটরসাইকেলও আটক করেছে পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, মোটরসাইকেলযোগে ফেনসিডিল পাচার করছে দু পাচারকারী। এ তথ্য পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। ভুলটিয়া জোড়া ব্রিজের নিকট থেকে দুজনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ শৈলকুপার রায়চন্দ্রপুর গ্রামের সলেমন কাজী সনুর ছেলে লিয়াকত আলী লিটন (২৭) ও একই গ্রামের রওশন আলী শাহর ছেলে রইচ শাহ (২৯)। এরা একটি মোটরসাইকেলযোগে (যশোর-হ ১২-২৯১৪) ৪৪ বোতল ফেনসিডিল পাচার করাচ্ছিলো। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। মাদক পাচার মামলা রুজু করে দুজনকেই আদালতে সোপর্দ করার প্রক্রিয়া করে পুলিশ।