চুয়াডাঙ্গা তালতলার রাজু চাপাতিসহ বোয়ালমারী থেকে আটক

 

মুন্সিগঞ্জ প্রনিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী বটতলা থেকে রাজু নামের এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ যুবক বোয়ালমারী গ্রামের দু যুবককে মারপিট করার সময় রাজু নামের একজনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি ধারালো অস্ত্র চাপাতি উদ্ধার করে পুলিশ। গতকাল রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের নয়ন (১৭) ও সাকিব (১৬) তালতলা গ্রামের রাজু (১৬) ও রবিন (১৬) জেলা সদরের মোমিনপুরের বোয়ালমারী গ্রামে আসে। সন্ধ্যা ৭টার দিকে বোয়ালমারী মাঝের পাড়ার বটতলা নামক স্থানে আকছেদের ছেলে ওহিদ ও ইদ্রিসের ছেলে সাহেদকে মারধর করতে থাকে তারা। ওহিদ ও সাহেদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। অন্যরা পালিয়ে গেলেও তালতলার রাজুকে আটক করে গ্রামবাসী। তার কাছে থেকে একটি ব্যাগ উদ্বার করা হয়। এ সময় তাকে গণধোলাই দিয়ে আটকে রেখে সদর থানা পুলিশে খবর দেয়া হয়। থানা পুলিশের এএসআই সাফায়েত রাত সাড়ে ৯টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে রাজুকে আটক করে। এ সময় তার কাছে থাকা ওই ব্যাগ থেকে দুটি ধারালো অস্ত্র চাপাতি উদ্বার করে থানায় নেয়। এদিকে আটক রাজু জানায় ক্রিকেট খেলার কথা বলে তালতলার রবিন তাকে ডেকে নিয়ে আসে। আজ শুক্রবার আটককৃত রাজুকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশসূত্রে জানা গেছে।