চুয়াডাঙ্গা ঝিনাইদহে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা পরতিষ্ঠান এমপিওভুক্তির দাবি করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। তারা দেশের জেলায় জেলায় মাবনবন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি পেশ করেছেন। অন্যান্য স্থানের মতো চুয়াডাঙ্গা ও ছিনাইদহেও এ কর্মসূচি পালিত হয়েছে।

চুয়াডাঙ্গার সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি করেছেন শিক্ষক-কর্মচারীরা। জেলা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি তোলেন। পরে তারা জেলা প্রশাসক সায়মা ইউনুসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এমপিওভুক্তির দাবি সংবলিত স্মারকলিপি দেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন, চুয়াডাঙ্গা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রাশেদুজ্জামান, আবু সালেহ, আনোয়ার হোসেন, নাহারুল ইসলাম, ফরিদ হোসেন প্রমুখ। পরে শিক্ষক-কর্মচারীরা মৌন মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ জন্য কোনো বেতন-ভাতা পান না। বিগত মহাজোট সরকার ২০১০ সালে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। সেসময় চুয়াডাঙ্গায় কয়েকটি মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। তারপরেও শিক্ষক-কর্মচারীরা সরকারের পানে চেয়ে আছেন। আগামী ২৫ অক্টোবরের মধ্যে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির ঘোষণা না এলে ২৬ অক্টোবর থেকে ঢাকায় লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষক নেতারা জানান।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন এর সভাপতি শওকত হোসেন, শিক্ষক নেতা প্রভাষক এম আক্তার মুকুল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহবুব হোসেন, আনিছুর রহমান, শহিদুর রহমান, মুহিবুল্যাহ, শামসুন্নাহারা, মামুনুর রহমান সহ অন্যানোর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষকদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আমাদের দিকে নজর দেন নি। আমরা অবিলম্বে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির দাবী জানাচ্ছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে শিক্ষকবৃন্দ।