চুয়াডাঙ্গা জেলা জাসদ ঢেলে সাজানোর নব উদ্যোগ : ১৫ সেপ্টেম্বরের মধ্যে জেলা সম্মেলন

 

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চুয়াডাঙ্গার সকল ইউনিট ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে সকল উপজেলা ও পৌর সম্মেলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে উপজেলা ও পৌর কমিটি গঠন করা হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করা হবে।

গতকাল শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী মিলনায়তনে জেলা জাসদের সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি হাজি হরুন অর রশিদ। সভায় সাংগঠিনক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিষদ আলোচনা হয়। আলোচনায় জেলার সকল উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্য ৩১ আগস্টের মধ্যে সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বলা হয়, জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করা হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এ লক্ষ্যে ৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীকে। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গার আতিয়ার রহমান, আলমডাঙ্গার মিরাজুল ইসলাম, দামুড়হুদার জাহাঙ্গীর আলীম ও জীবননগরের সামশুল অলম। সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আকসিজুল ইসলাম রতন, এম সবেদ অলী, হারুন অর রশিদ প্রমুখ।