চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: ঘুমের ইনজেকশনসহ মাদক ফেরিওয়ালা পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে চিহ্নিত মাদক বিক্রেতা হাসান (৪২)। গতকাল শনিবার সন্ধ্যায় আদর্শ মহিলা কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ২১ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন। এ ইনজেকশন নেশাখোরদের মাঝে বিক্রির জন্যই সে ঘুরছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে হাতেনাতে ধরে মামলাসহ সদর থানায় হস্তান্তর করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মইনুদ্দিনের ছেলে হাসান কখনো কেদারগঞ্জ এলাকায়, কখনো পার্শ্ববর্তী এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করে। ঘুমের ইনজেকশনসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ফেরি করে সে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম ও এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে মহিলা কলেজ মোড় থেকে আটক করেন। আটকের সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ২১ অ্যাম্পুল ঘুমের ইনজেশকন।

মাদক বিক্রেতা হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত হাসানকে গতকালই মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।