চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেট কার্নিভাল উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস

আজকের ক্ষুদে ক্রিকেটাররা আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের গর্বিত সম্পদ                        

স্টাফ রিপোর্টার: ‘আমাদের আজকের ক্ষুদে ক্রিকেটারগণ আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের গর্বিত সম্পদ। এ সম্প্দকে লালন করতে হবে তৃণমুল পর্যায় থেকে। তাহলেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে আরো এগিয়ে যাবে।’ গতকাল চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট কার্নিভাল-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুর্ধ-১২ বছর বয়সী ক্রিকেটারদের ক্রিকেট উৎসব আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি। শ্বেত কবুতর অবমুক্ত ও ফেস্টুন-বেলুন উড়িয়ে উৎসবের আয়োজন আনন্দময় করেন ক্রীড়ামোদী জেলা প্রশাসক সায়মা ইউনুস। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার ৩২ ক্ষুদে ক্রিকেটারগণ ৪টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৪টি দলের নাম দেয়া হয় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা। দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে ক্রিকেটার মাঝে সনদপত্র ও উদ্দিপনা মেডেল প্রদান করা হয়। এ পর্বেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও উদ্দীপনা মেডেল প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়মা ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র  নির্বাহী সদস্য  ইয়াকুব হোসেন মালিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, যুগ্মসাধারণ সম্পাদক আ. সালাম, টুটুল মোল্লা, জেলা মহিলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, নির্বাহী সদস্য সালাউদ্দিন মো. মর্র্তুজা, ওবাইদুল হক জোয়ার্দ্দার, সুরেশ কুমার আগরওয়ালা, ফজলুল হক লোটন, সোহেল আকরাম, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, রোজিনা আক্তার স্বাতী ও নাবিলা রুকসানা ছন্দা প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।