চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাথে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাফরপুর নতুন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও সহসভাপতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যনির্বাহী পরিষদের সকলের সাথে পরিচিত হন ও খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি জেলা ক্রীড়া সংস্থার পূর্ববর্তী সভার পাঠ অনুমোদন, বিগত সভার আয়-ব্যয়ের হিসাব উত্থাপনান্তে সকলের সম্মতিক্রমে তা অনুমোদন করেন। সভার এজেন্ডা অনুযায়ী অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ ও প্রথম বিভাগ ক্রিকেট শুরুর ব্যাপারে হাউজে আলোচনা শেষে তা সর্বসম্মতভাবে গৃহিত হওয়ায় ২টি ক্রিকেট লিগ শুরুর অনুমতি প্রদান করেন। এছাড়া আলোচনায় উঠে আসে আন্তঃইউনিয়ন ফুটবল লিগ, ডিসি গোল্ডকাপ ফুটবল, হ্যান্ডবল লিগ, আসন্ন শীতকালের জন্য ব্যাডমিন্টন খেলাসহ অন্যান্য খেলাধুলার বিষয়ে। জেলা প্রশাসক মতবিনিময়সভার ফাঁকে ফাঁকে বলতে থাকেন মাঠে যেন সব সময় কোনো না কোনো খেলাধুলা চলতেই থাকে। আপনারা সবাই মিলে কাজ করবেন। আমি নেপথ্যে থেকে সহযোগিতা করবো। চুয়াডাঙ্গায় অনেকগুলো মাঠ পড়ে আছে। বিভিন্ন খেলাধুলার মাধ্যমে মাঠগুলোকে চাঙ্গা রাখতে হবে। এদিকে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফুটবল লিগ খেলা হয়েছে এবং হবে। এক্ষেত্রে ডিএফএ’র সদস্যরা একই সাথে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটার অধিকার লাভ করবে। এমন বিষয়ে জেলা ক্রীড়া সংস্থায় অন্য খেলার মাধ্যমে যারা সদস্য পদ লাভ করেছে তারা বলেন, যৌথভাবে খেলা চালিয়ে ডিএফএ’র সদস্যরা দু-সংস্থায় ভোটার হওয়ার সুযোগ লাভ করবে। আমরা কেন? দু-সংস্থায় ভোটার অধিকার পাবো না। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সকলকে থামিয়ে দিয়ে বলেন, গঠনতন্ত্রের ব্যাখা অনুযায়ী বিষয়টি পরিষ্কার করা হবে।
মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সহসভাপতি হুমায়ুন কবীর মালিক, মজিবুল হক মালিক মজু, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, এ নাসির জোয়ার্দ্দারসহ জেলা ক্রীড়া সংস্থার সকল নির্বাহী সদস্যগণ।চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাথে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাফরপুর নতুন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও সহসভাপতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যনির্বাহী পরিষদের সকলের সাথে পরিচিত হন ও খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি জেলা ক্রীড়া সংস্থার পূর্ববর্তী সভার পাঠ অনুমোদন, বিগত সভার আয়-ব্যয়ের হিসাব উত্থাপনান্তে সকলের সম্মতিক্রমে তা অনুমোদন করেন। সভার এজেন্ডা অনুযায়ী অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ ও প্রথম বিভাগ ক্রিকেট শুরুর ব্যাপারে হাউজে আলোচনা শেষে তা সর্বসম্মতভাবে গৃহিত হওয়ায় ২টি ক্রিকেট লিগ শুরুর অনুমতি প্রদান করেন। এছাড়া আলোচনায় উঠে আসে আন্তঃইউনিয়ন ফুটবল লিগ, ডিসি গোল্ডকাপ ফুটবল, হ্যান্ডবল লিগ, আসন্ন শীতকালের জন্য ব্যাডমিন্টন খেলাসহ অন্যান্য খেলাধুলার বিষয়ে। জেলা প্রশাসক মতবিনিময়সভার ফাঁকে ফাঁকে বলতে থাকেন মাঠে যেন সব সময় কোনো না কোনো খেলাধুলা চলতেই থাকে। আপনারা সবাই মিলে কাজ করবেন। আমি নেপথ্যে থেকে সহযোগিতা করবো। চুয়াডাঙ্গায় অনেকগুলো মাঠ পড়ে আছে। বিভিন্ন খেলাধুলার মাধ্যমে মাঠগুলোকে চাঙ্গা রাখতে হবে। এদিকে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফুটবল লিগ খেলা হয়েছে এবং হবে। এক্ষেত্রে ডিএফএ’র সদস্যরা একই সাথে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটার অধিকার লাভ করবে। এমন বিষয়ে জেলা ক্রীড়া সংস্থায় অন্য খেলার মাধ্যমে যারা সদস্য পদ লাভ করেছে তারা বলেন, যৌথভাবে খেলা চালিয়ে ডিএফএ’র সদস্যরা দু-সংস্থায় ভোটার হওয়ার সুযোগ লাভ করবে। আমরা কেন? দু-সংস্থায় ভোটার অধিকার পাবো না। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সকলকে থামিয়ে দিয়ে বলেন, গঠনতন্ত্রের ব্যাখা অনুযায়ী বিষয়টি পরিষ্কার করা হবে।
মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সহসভাপতি হুমায়ুন কবীর মালিক, মজিবুল হক মালিক মজু, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, এ নাসির জোয়ার্দ্দারসহ জেলা ক্রীড়া সংস্থার সকল নির্বাহী সদস্যগণ।