চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সম্মেলনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর

 

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশকে সহায়তার পাশাপাশি নিজেদেরকেও ভূমিকা রাখতে হবে

স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একমাত্র কারিগর বর্তমান সরকার। দেশের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। শুধু পুলিশের পক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়। পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি জনগণকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে দেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোর গোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা রেখেছে। আজ মানুষ নিজ ইউনিয়ন পরিষদ থেকেই সরকারি বিভিন্ন সেবাসহ ই-সেবা পাচ্ছে। তাদের সেবা নিতে আর শহরে আসতে হয় না। আ.লীগ সরকারের উদ্যোগের ফলে গ্রামের সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। তাই সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর কারণ বর্তমানে কৃষিতে বিপ্লব হয়েছে। বিদ্যুত ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সরকার কৃষকদের ভর্তুকি দিচ্ছে। পূর্ব প্রতিশ্রতি অনুযায়ী বর্তমানে ১০ টাকা কেজি চালও দেয়া হচ্ছে। অর্থাৎ আ.লীগ সরকার ক্ষমতায় এলেই দেশে উন্নয়নের জোয়ার বয়। ’

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক এসএম ইস্রাফিল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি।

বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান ও প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, জেলা জজ কোটের পিপি অ্যাড. শামসুজ্জোহা বিশ্বাসসহ চার উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। এছাড়া জেলা পুলিশের কর্মকর্তাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নুঝাত পারভীনের ছন্দময়ী সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান। সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে পুলিশকে সহায়তার পাশাপাশি নিজেদেরকেও ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশিং কমিটির প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

পরে বিদায়ী পুলিশ সুপার রশীদুল হাসানকে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় পৌরসভার পক্ষ থেকে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া চেয়ারম্যান সমিতি, সাংস্কৃতি সংগঠন অরিন্দম, সংলাপ এবং হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়।